বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

অতীত বিভ্রান্ত প্রতারনায় জীবন জরাজীর্ন,
অচেনা আমার আকাশে তোমার প্রতিবিম্ব ।
যে পথে শুধু ক্ষরণ,করেছ রপ্ত
দূষণের তীব্রতায় স্মৃতিরা অভিশপ্ত।
আর নয় কোন তীব্র প্রতীক্ষার প্রহর,
মুক্ত করো এই চির চেনা দুঃখ-স্মৃতির নহর।
মেঘ আসছে,আসুক
বৃষ্টি নামছে, নামুক।
আসুক এই দ্বীপ্রহরে যত ঝড়,
লন্ড ভণ্ড হোক জীবনের খেলাঘর।
শূন্যতার পাশে স্মৃতি আজ মৃতপ্রায়।
চেনা প্রশ্বাসের উষ্ণতা হাতড়ে বেড়ায়।
সংঘাতে সংঘর্ষে স্মৃতির বিভ্রান্ত আচরণ,
মিথ্যাশ্রিত শরীরের সত্যের বারন।
তোমার নামে বৃষ্টি আজ ব্যস্ত হৃদয় জুড়ে
নিক্ষিপ্ত জ্যোৎস্নার আলো জমে আামর আস্তাখুঁড়ে।
রোজ রোজ বাইরে যত সময় যাপন,
বিবর্ণ ভালোবাসার খোঁজে আমার নিঃসঙ্গতা আপন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন