বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

একাত্তুরের রক্ত ঝরার শপথ,
বদরেরা খোঁজে মুক্তির পথ।
সভ্যতা যখন লজ্জায় মুখ ঢাকে
মানবতা হয় বারে বারে লাঞ্চিত ।
দায়বদ্ধতা উত্তোরণের ধারাবাহিকতায়
চলমান অতিক্রান্ত সোপানের সীমানায় ।
এক অনন্য ইতিহাস ,
এক কালজয়ী বিপ্লব ,
এক যুগান্তকারী দৃষ্টান্ত -
উৎসর্গীত লাখো লাখো
প্রাণের আত্মার বিপ্লব
শুধুই যে বিজয়ের,
প্রতিশ্রুতির বাস্তবতা দৃঢ়,
জেনে রেখ নয় ক্ষণিকের ।
আলোর প্রদীপ শিখা চিরন্তন জ্বলে,
আকাশে মুক্তির কপোত উড্ডয়ন করে ।
যে অমার্জনীয় ধৃষ্টতা চির-শয়তান সমান
কালো অধ্যায়ের রাজাকার সেই কুখ্যাত সন্তান
ফাসির কাষ্টে ঝুলিয়ে হলো তার সমাধান।
সাফল্যের হাসিতে মুগ্ধ আজ
লক্ষ কোটি বাঙ্গলী জনতা
মানবতার জয় নিয়ে
প্রান ফিরে পেলো মুক্তিযোদ্ধা।
দিকে দিকে দিল ছড়িয়ে
আর একটি বিজয়ের আনন্দের বারতা ।
জয় মুক্তিযোদ্ধা - জয় মানবতা - জয় বাংলা
-------------------------------------
বিদেহী মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায়................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন