রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

বালি দিয়ে নির্মিত স্থাপত্যের মতই
ক্ষণভঙ্গুর আশার স্বপ্নগুলি
ভাঙ্গা মনের দেয়ালে কল্পনা দিয়ে
মিছে রঙ তুলির আঁচড়ে আঁকিঝুকি করি ।
হিসেবের খেরো খাতায় যৌবনের নির্বাসনে
জ্বলে অন্তর ,পোড়ে কপাল ।
নিয়ম ভেঙে - ঐ যে দুরের গিরিশৃঙ্গের
যেখানে দাঁড়িয়েছি , সেখানে শুধুই অঙ্গার
অশান্তির উনুনে নিজেকে পুড়িয়েছি বারবার।
দীঘল কালো রাতের দুঃস্বপ্নগুলো শপথ নিয়েছে
যাত্রায় শুরু আছে-শেষ নেই এই কঠিন সময়ের
ঘরে বাইরে সবখানেই সামনে এগুনোর পথ
একেবারেই রুদ্ধ ..................।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন