বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

আমার তো সবটাই নীল বর্ণ দিয়ে ঘেরা
ধরতে চেয়েও পাইনা ধরতে অন্তরে অধরা
জীবন থেকে যখন বর্ণই হারিয়ে যায়
সেই জীবনের দাম তো কানাকরি হয়
রক্তের বর্ণ নীল, শিরায় উপশিরায়
গরলের বর্ণ ও নীল মিদিরায়
আকাশের বর্ণ নীল হলে জাগে উন্মাদনা
শরীরের বর্ণ নীল হলে বিলোপ হয় চেতনা
একাকিত্তের জীবনের বর্ণ সর্পিল নীলও
বর্ণহীন জীবন, তরল গরলে মিশে হয় কালো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন