সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

খেলবার সময় এখন,
অযথা যা দেখেছ, তাকিয়ে দেখো না আর।
এ বেলায় পঞ্চানন তর্করত্ন
তর্কে হেরেছে আমার কাছে,
যদিও আমি যুক্তির ধার ধারিনি একেবারেই।

সম্পন্ন এক মন আন্দোলিত হচ্ছে কোন সকাল থেকে
একবার এ ডালে, একবার ও ডালে।
শেষকালে বেছে নেবে এক পুরনো পেয়ালা
ইতিহাসে জল দেবে বলে।
এখন আর কথা বলব না
ভারি মন নিয়ে বসে আছি তোমার ডাকের অপেক্ষায়
কোন এক অবসরে আমাকে উড়িয়ে নিয়ে গিয়ে ফেলবে
সমুদ্রের কিনারে।
এতদূর যা যা বললাম সব লেখা আছে
এই লাইফ জ্যাকেটের ভিতরে।
একটা ফুল শুধু ফুটবে বলে অপেক্ষা করছে
সেই ছোট্টবেলা থেকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন