রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সুখ-দুঃখ-প্রেমের অনুভূতিগুলো
নিরন্তর ঘুরে চলেছে
তাদের অক্ষরেখা ধরে,
মাঝখানে শুধু তুমি আর আমি।
অনেক না বলা কথা
বলেছ আমায়।
তবুও একরাশ অভিমান
ভিড় করে থাকে তোমার মনে,

অপ্রকাশিত বাসনাগুলো
একে একে বের করে আনব
তোমার হৃদয়ের সিন্দুক থেকে;
পারবে না নিজেকে লুকিয়ে রাখতে।
আকাশের কোন তারাকে
খসে পড়তে দেব না
শুধু তোমার জন্য।
হৃদয়ের অন্তঃস্থল থেকে
প্রতিটি মুক্ত একটা একটা করে তুলে
মালা গেঁথে পরাবো
তোমার গলায়।
তোমার দুঃখগুলো শুষে নেব
তপ্তবালির মতো আমি।
বুকে মাথা রেখে শুনবে
ঢেউয়ের আওয়াজ।
শান্ত নিরুত্তাপ হৃদয়ে
যা তুমি পাওনি কখনো।
বর্ষণমুখর বাদল দিনে
কালো মেঘ সরিয়ে দেব।
সূর্যের রশ্মি এসে পড়বে তোমার মুখে
রামধনুর সাতরঙে দেখব তোমার
উজ্জ্বল দীপ্ত মুখ খানি,
দুহাত বাড়িয়ে দেব
তোমার অন্তহীন চলার পথে
একমাত্র সঙ্গী আমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন