বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

এই রক্তিম গোধুলী লগ্নে
ভালবাসার আশা নিয়ে এগিয়ে যাও
আগামীর নিলয় প্রত্যাশায় ।
পখীদের কুহুটানে নদী ও সাগর জলে
মিলন পিপাসায় ভরে উঠুক
কামনাক্ত উপবাসী এই মন ।

নীলাভ চাদের আদরে আদরে জানিয়ে
দিতে চায় অনন্ত প্রেমের হৃদয়ের ভালোবাসা ।
মান অভিমান অনুযোগ ভুলে যাও-
ভুলে যাও অতীত ঝড়ের সেই তান্ডব ।
তোমার অবয়বে ঝরে পড়ুক
সন্ধ্যার শিউলী চঞ্চল বাতাসে ।
লজ্জা রাঙ্গানো রক্তিম চোখে
এলোচুল এসে পড়ুক আমার কাব্য সুধায় ।
উন্মুক্ত করে দাও তোমার রুদ্ধ বাতায়ন-
চেয়ে দেখো , তোমার অপেক্ষায়
দক্ষিণ মলয় শাখে শাখে দোল খায় ।
তোমার মুখের উপর দিয়ে
বয়ে যেতে চায় এই সুন্দর সমীরণ ।
আকাশের নক্ষত্রের আলোয়
পূর্ণ হোক এই আকাঙ্ক্ষা আমার ।
চাঁদের সোহাগী চুম্বনে জেগে উঠুক
সৃষ্টির আনন্দ ।
জ্যোৎস্নার বন্যায় দেহ ভেসে যাক
আদিম কোন এক গ্রহে,
মন শিউরে উঠুক নতুন প্লাবনে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন