বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

অস্পৃশ্য নিশিকন্যার ছোঁয়ার আহ্বান ,
প্রতীক্ষার ললাটে কঠিন অবসান,
প্রেম হলে হৃদয় মাঠ হবে উত্তাল
বর্ণিল আলোতে একাকী আকাশ,
বর্ণিল আঁধারে একাকী পাতাল।
তোমার প্রতীক্ষায় প্রতীক্ষারা,
প্রতীক্ষার প্রহর গুনে পার করেছি মাস বছর।
দিন আর রাতের মিলনে
কখনো ভোর, কখনো সন্ধ্যা নামে।
নীল সিঁড়ি পাতিয়ে রেখেছি সুউচ্চ গিরিতে
তোমার প্রতীক্ষার অবসান কোন তিথিতে?
কখনো আলো, কখনো আঁধারে,
যৌবনের রং বয়সে বাড়ে।
কখনো স্বপ্নে যৌবনের আয়োজনে,
যৌবন আর তোমার নিদারুণ বিভাজনে,
তোমার স্পর্শে তৃষ্ণার অবাক জলপান
ফেরারি আমার যৌবনের পালা গান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন