বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

অন্য কোথাও, অন্য কোথাও
বাঁকা পথে সূর্যেরা হাসি দিয়ে উঠলে
মনে হয় আগামী কোন সময়ে চোখ মেলি,
তখন শুধুই পথ হাঁটি ঘন অন্ধকারে।
সকালেই চোখ ছুঁয়ে দিলে ?
এঁটো বাসনের মত ছিটকে দিলে ছাইয়ের গাদায়
তখনই, নীল নদী, আকাশ, মাঠ, ধানের গন্ধ,
বৈশাখী ঝড় আর এটুকু জীবন ভালবেসে,
পাহাড় শিখরে পৌঁছে দিয়েছি
ফেনা-জল ভালবাসা এই মন।
যেতে হল না।
যখন সেই সকাল থেকে সঙ্গে যাবার বায়না ছিল,
তখন থেকেই, এক ভাঙা পথ হাঁটছিলাম।
না গিয়েও ফিরে এলো এখন, এখন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন