বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

প্রেমের ভানে যে ঠকালো
বুঝলো না সে কি হারালো
মিছেই তারে বাসিস ভালো
চিন্তাটা তোর রাখ
জীবন জানিস একটুখানি
প্রেমের শুধু ভাগ দু আনি
এই কথাটা নে রে মানি
আনন্দে তুই থাক
আঘাত তোকে দিয়েছে সে
শমন ছিল প্রেমের বেশে
ভুল করেছিস ভালোবেসে
জীবন জেনো এমনতর
ভালোবাসা কঠিন বড়
নিজের দোষে নিজেই পড়ো
দুখের মরণফাঁদে
তবু জেনো আশা আছে
এই তো কত বন্ধু কাছে
প্রেমিক ছাড়াও মানুষ বাঁচে
আমোদে আহ্লাদে
এবার ফিরে আয়
বলে বলুক মন্দ লোকে
দেখুক নাহয় বাঁকা চোখে
ওসব লোকে দুদিন বকে
মাখিস না তুই গায়
আয়রে আবার জীবনপানে
এক সাথে চল যাই উজানে
মাতাল হাওয়া লাগুক প্রাণে
আবার বেঁচে উঠি
কষ্ট অনেক মনে পেলি
নতুন করে আবার খেলি
আয়রে আবার পাখা মেলি
দুঃখকে দেই ছুটি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন