সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

কানে আসে সেই রাখালিয়া বাঁশি
দূর কোন প্রান্তরে,
ছুটে যেতে চাই, তবু কেন লাজ
মরমের অন্তরে!!
মেঘ-মন্দিরা বাজায়ে ডাকিছে
এ নব বরষা আজি,
রিণিঝিনি পায়ে, কবরী এলায়ে
অভিসার-সাজে সাজি।
তোমার বার্তা পেলাম আজিকে
আষাঢ়ের ধারা সনে।
মনের মাঝারে এ কি হিল্লোল
বরষার গানে গানে।
বনফুল-দোলা কুঞ্জকাননে,
শরমের আভা কুসুম-আননে,
বনদেবী আজ সাজায়েছে ডালি
শ্যামল সবুজ বরণে।
বহুদূর হতে ঐ যেন শুনি
ময়ূরের কেকা-ধ্বনি,
আকাশ জুড়ে মেঘেরা আজ
করিতেছে কানাকানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন