সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

শূন্যতার অলক্ষ শিকারে অন্তরিক্ষময়
আমার এই ক্ষুদ্র জীবন।
অতএব লড়ছি নিজের ভেতরে
ততটাই যতটুক যাওয়া যায়।
আমি ছুই‍ঁনি এতটুকু যতটা
আমাকে ছাড়িয়ে যাবে।
নিজের অক্ষরেখায় বাড়ছে সময়
যা প্রবাহে আবহমান।
বিন্দু থেকে বৃত্ত পরিসরের স্রোতে
মৃয়-ধুলি কনা সমান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন