বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

খরস্রোতা নদীর মতই আমার অক্লান্ত সফর,
ভাবনার অতলে একজোড়া চোখ ভাবায় বেশী।
যার কাছে চাই জলঝর্নার শীতল ধ্বনি,
যার কাছে পাই বেঁচে থাকার ক্ষুদ্র আহ্বান!!
যে স্বপ্নে খেলে যায় বিহ্বল শরৎতের একরাত্রি,
যে স্বপ্নে থাকে অপেক্ষমান কোনো এক যাত্রী।
আঁধারের গভীরে অন্তহীন আঁধার
নীলকন্ঠি আকাশ আমার বড় বিষণ্ন।
এখানেই ফোটে সবুজ চোখের আদিগন্ত দৃষ্টি।
রোদেলা দুপুরের তপ্ত হাওয়ায় ভেসে যাই,
হারিয়ে যাই নামহীন কোনো এক নক্ষত্রে।
যার কাছে আমার কেবলি বিসর্জন!!
যার কাছে তাবৎ সংসার ছোট্ট পিনিস!
এমন আঁধারের বয়স মনের বয়সের মতই
লীন হয়ে যায় পাতাঝরা সবুজ অরণ্যে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন