বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

সান্ত্বনা আজ অস্তিত্বহীন,
ভাষা আজ মূক ও বধির,
শব্দের লেখনী আজ স্তব্ধ।
সোনার বাংলায় আজ প্রিয় হারানোর
গগন বিদারী আহাজারী ।অনাগত ভবিষ্যৎ অঙ্কুরেই
লাঞ্চিত ।কী এক অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্ন ।
চলার পথে নির্মম হোঁচট ।স্বাধীন স্বপ্নে আজ রুদ্র ঝড়ের আভাষ ,
স্বাভাবিক জীবনে আজ অস্বাভাবিক দৃশ্যাবলি ।
সরল রাখালীয়া প্রাণখোলা ভাটিয়ালীর
“বাংলা” আজ নিয়মিত রক্তাক্ত ।

ধ্বংসের যূপকাষ্ঠে লাশের উৎকট গন্ধে
আকাশ হয়েছে ভারী বাতাস হয়েছে বিষাক্ত ।
বন্দনায়, কোলাহলে নিত্যকার ব্যস্ততায় ক্রমশঃ ম্লান হয়
অস্বাভাবিক জিঘাংসার বিভৎস স্মৃতিসব ।
মানুষের ভাগ্য খেলা করে গলা কাটা আর নির্ভেজাল
কোপের যা কখনই লক্ষভ্রষ্ট হবার নয় ।
ভয়ানক ইঙ্গিত কম্পিত বক্ষে
আজানা নতুন আশংকার জন্ম দেয় সঙ্গত কারণেই ।
আমরা বলীর পাঠা ।অর্থহীন বেঁচে থাকা এ মূল্যহীন
প্রচ্ছদ পটে ।মৃত্যুর গ্যারান্টি শতভাগ ,
বেঁচে থাকবার অনুমতি কারো দয়ায় নির্ভরশীল ।
পাঁজর ভাঙ্গা ইতিহাসের অসহায়
ধিকৃত সাক্ষী নবীন প্রজন্ম ।।
লোহিত সাগরের বক্ষে অশ্রুহীন নির্বাক বেদনায়
কষ্টের শুভেচ্ছা বিনিময় । মৃত্যুর মহোৎসবে অভিনব
কৌশলের নবযাত্রা ।সম্প্রীতির মিলন মেলায়
নিষ্ঠুর শার্দুলের মস্ত থাবা ।সব কিছু উলোট- পালোট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন