রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সকালের কাছে চেয়েছিলাম
একটু খানি রোদ,
মুখ ফিরিয়ে চেয়ে নিল
গত রাত্রির শোধ।
সকাল দুপুর সন্ধ্যা রাতে
তাকিয়ে তোমার চোখ,
নীরবতায় আমার প্রেম
ভুলে নির্বাক শোক।
সকাল ঘনিয়ে দুপুর এলো
রোদ মেলেনা তবু,
ব্যস্ত শহর ঘুমায় অবেলায়
চোখ মেলেনা প্রভু।
অনেক কথা বলতে চেয়েছি
হয়নি কিছুই বলা,
তোমার চোখে তাকিয়ে ছিলাম
কাটলো সারাবেলা।
সন্ধ্যা এলো নীল আকাশে
সাথে লালের আভা,
তোমার আমার ভিসুভিয়াসে
সুপ্ত রাতের লাভা।
রাত এলে চাঁদ হাসে
তোমার হাতে হাত,
কিছুই আমার হয়না বলা,
ব্যর্থ পূর্ণিমা রাত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন