বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

গোধুলী লগ্নে
বরষায় ধুয়ে মুছে যাক সব রং,
শুধু থেকে যায় যেন কিছুটা সবুজ,
পুষে রাখা অভিমানে সব ব্যথার নীল,
সূর্যের লাল আভা পরন্ত বেলায় এখনো অবুঝ।
বুঝেনা সে বুঝেনা কখনো লাল নীল সবুজ
জানেনা সে জানেনা মনের মাঝেতে হৃদয়ের ছোঁয়া,
সব রং, রং নয় তার কিছু রং শুধুই যে ধোঁয়া।
নীল প্রান্তে উড়ে উড়ে যায় নীড় হারা পাখী
জলকনা-আলো একান্ত যে আপন সৃষ্টি,
বিস্তীর্ণ নীল আকাশে তার রূপ যায় যে ঝরে,
সরল চোখে পৃথিবীর দিকে যে তার দৃষ্টি।
নির্ভয়ে সুউচ্চতায় বসত সে গড়ে।
যত কাছে আসুক, বা যতই ব্যবধানে
হাত ছুঁয়ে ছিলাম কোন এক প্রতিদানে,
ভুল করে করি, করি যে জেনে শুনে
কেন ছুঁয়ে ছিলাম তারে? কিভাবে?
যা করেছিলাম তা অতি সংগোপনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন