রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

পিছল পথে চলতে গিয়ে
পিছিয়ে পরো যদি
হাত টি ধর লজ্জা কি
বৃহৎ জীবন- নদী
ভয় না পেয়ে ভয়কে জয়ের
সাহস রাখ বুকে
সেই রঙেতে রাঙিয়ে যাবে
কাটবে জীবন সুখে ।
পার হয়ে যাও অটল পাহাড়
পার হয়ে যাও মরু
হারিয়ে যদি যাও কখনো
মাঝে বিশাল তরু
বুকটা যদি পাথর হয়
তাতেও ফোটাও ফুল
জীবন মানে ওঠা পড়া
হাজার একটা ভুল ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন