বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

শূন্যতায় উড়ে যায় ঘরছাড়া ভবঘুরে
হিসেব মেলাতে ঘাম ঝরে ,
খেরো খাতা নির্জনে একাকী পুড়ে
গোপন বেদনায় বীণা বাজে সুর ঝংকারে ।
হয়েছিল মনে ঝলমলে স্নিগ্ধ সকাল
ছোঁয়ায়ে আদুরে চুম্বন এঁকে দেয় অন্তরে,
শ্রাবণ মেঘদল নিমিষে হার‍ায় অন্তরালে
উধাও দূরদেশে ছুটে দূর হতে বহুদূরে ।
বড় অযত্নে মনে মনে মরিচিকা ধরে
অন্ধ করেছে আলোহীন নিস্তবতায়,
আশার দুঃস্বপ্ন কপালে দিয়ে দেয় টীকা,
নীরব কষ্ট নিয়ে বন্ধু , চলিলাম অনেক দূরে ।
জীবনের সবটুকু সময় নিশ্চিত জেনে
কেটে গেল অনেক দিবা-রজনী অবহেলার মোড়ে ।
গল্পের শেষটাতে আমি যদি হই আহামরি কিঞ্চিৎ
এক পলকেই হেরে যাই আমি সেই খেলায় নিশ্চিত ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন