রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

আমার কাছে সুদূর হলো আপন
পর হলো ভালবাসার অন্তনিলে মিথ্যে সংঘাত
তুমি তো জানো ভালবাসায় কিছু মিথ্যে হয় না
সাগর জলের মতো উচ্ছাস নিয়ে প্রিয় আমার
যেন…..আমার হাতের স্পর্শে জীবন শান্তি
যেন….. নবীন পল্লব থেকে প্রানবন্ত সবুজ
যেন.....কলমের ডগা থেকে তার ভালবাসা দুর্জয় শব্দ প্রবাহ৷

ভালবাসায় কথা অফুরান হয়৷ মুহূর্ত গড়ে তোলে ইতিহাস৷
শব্দ গানের চেয়ে সুন্দর....শব্দ প্রবাহ তাই সুর হয়ে নামে
আপন মনে এই গাঙ্গে….ধুলা হয়ে ভাসে পৃথিবীর পথে
সন্ধ্যা হয়৷ সকাল আসে৷ গন্ধ হয়ে ভালবাসা সাজে শব্দের সুন্দরে৷
ভালবাসা যেন...
ভিতর থেকে ডাক এলো
ভালবাসা যেন..
শব্দের অন্ধকারে শরীরে গহীন উৎস জানা গেল
ভালবাসা যেন...
অনাবধনে শব্দ ডোরে মন জুড়ালো৷
ভালবাসা যেন ..
শেষ ইচ্ছা৷
জানালা টা খুলে রেখো…...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন