রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

তুমি দূরে থাকবেই, পূজারিণী।
যে অদ্ভুত শিহরণে জড়িয়ে দিয়ে গেছ আমার সময়,
অরন্যের আড়াল থেকে অদ্ভুত বুনো গন্ধে
আমন্ত্রণের দৃঢ় ভীরু আবেশ,
সন্তরপনে নিজেকে সরিয়ে রেখেছ
মায়াবী মিলনাকাঙ্খার থেকে অনেক দূরে,
ছুঁয়ে দিয়ে যাও,
একই সময়েই দেখিয়ে দিয়ে যাও,
জটিলতা আর মনের চলন এক হয় না।
জাঁতাকল ছেড়ে অরণ্যাচারী আদিমতায়
মজিয়ে নিয়ে গিয়েও ফিরে আসো,
পেষনের মায়াবী স্বাভাবিকতায়।
একবার ভুলে যেতে যদি সভ্যতার বোধ
মনের সঙ্গে চলনের আবিলতা
তোমাকে স্পর্শ করত কি ?

পূজারিণী, সহজ প্রশ্নই জটিল হয়ে ওঠে সময়ে সময়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন