বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

শব্দের চরণে মাথা নুইয়ে নিবেদন করি
সকল ক্লিষ্টতা-ম্লানতা-জয়-পরাজয়-আনন্দ-বেদনা।
কিন্তু হায়, মরিচীকার মতোই শব্দের দেবী
তার ঝলমলে রূপখানা নিয়ে আরো দূরে চলে গিয়ে
কাঙ্গালের মতো আমায় দাড় করিয়ে রাখে তার
আধো ভেজানো দরজায়।
ধরা দিয়েও সে ধরা দেয়না কখনো কোনোভাবেই।।

মনে হয় জীবনের কিছু কথা লিখে ফেলি কবিতায়।
লিখি রাতের তারাদের কথা, নিঝুম মেঘে তোমার ভ্রুকুটি,
ক্লান্ত সময়, ভোরে ফোটা ফুল, সন্ধ্যার নদী,
আকাশ-পাহাড়-বাতাস-সাগর- পাখিদের কথা।
একরাশ শিউলি ফোটা শরত সকালে
লালপেড়ে শাড়ীতে দূ্র্গা প্রণামের কথা লিখি,
লিখি খোড়া ভিখিরির মলিন ছিন্ন বাসের কথা,
তোমার পরনারী প্রেমের গাঁথা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন