বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

স্বপ্নহীন পৃথিবী
নিভৃতচারী সংকোচহীন
সমাজ সভ্যতায় বেমানান
নিঃসঙ্গ একাকী ম্রিয়মান নিন্দিত
চারিদিকের সবুজ সজীবতা মৌনতায় ম্লান ,
হাসি আনন্দগুলো মৃৃতপ্রায় । প্রেতপুরীর নিস্তব্ধতায়
ভৌতিক আবহে অস্তিত্বহীন এক কঙ্কাল ।
অনুভূতি আর ইচ্ছেগুলো মূল্যহীন , প্রতিকুল প্রেক্ষাপটে
নির্বাক যন্ত্রণার প্রতিচ্ছবি স্পষ্ট ।
উদ্ভাসিত চাঁদের বাঁধ ভাঙ্গা আলো ফিরে তাকায় না ,
উদ্বেলিত খুশির জোয়ার আপন গতিতে ধায় ,
প্রষ্ফুটিত কলিরা অবহেলায় ভ্রূকুঞ্চিত করে ।
অপরাধ বোধে নিজেকে নিকৃষ্ট প্রতীয়মান হয় ।
নিজের কষ্টগুলো নিজের মাঝেই ঝড় তোলে-
আলোড়ণ সৃষ্টি করে অজান্তেই ক্ষত-বিক্ষত হৃদয়ে ।
জটিল বিমূঢ়তায় স্বচ্ছ পূর্ণিমায় গ্রহণ লাগে , অন্ধকারে
আবর্তিত হয় চলমান কষ্টগুলো ।
কোন এক অর্বাচীন বর্ণচোরা শব্দ কর্মীর দূর্বল লেখনীতে
শুধুই কষ্টের আঁচড় । অপ্রকাশিত যন্ত্রণার মাঝে খোঁজে
সে মানুষ , সঙ্গ প্রার্থনা করে সহমর্মী কারো ।
তার আহ্বান ফিরে ফিরে আসে তারই কাছে । এখানেও
ব্যর্থতায় ন্যূব্জ সে ।...................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন