সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০১৬

ভেজানো তোয়ালে আড়াল করে
যে উষ্ণতা ঢেকে রাখি,
তার সঙ্গে দেখা হয় নি কতকাল,
সহসা দ্বিপ্রহরে, এক একলা সময়ে
ছুঁয়ে গেছ, বৃষ্টি হয়ে,
এ সান্ধ্য বাসরে তুমি ছেয়ে গেলে
আনন্দপ্রয়াস।
এবার হারিয়ে গেলেও আর কষ্ট হবে না বুকে,
চিনচিনে শব্দটা আর কানে আসবে না,
এক প্রবল গুরুতর আবেশ জ্বালিয়ে রাখবে চোখ,
তাকে ঘিরে অন্ধত্বের প্রলেপ।
এখনও একলা আছো কি রুবী পূজারিণী ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন