রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৬

সেজেছিলো সে পরাগায়নের উচ্ছাসে সেই রাতে
হাত খানি নিয়েছিলো জোর করে টেনে
কলসের ভাঁজে, পদ্মমূলে, হা-করা ঝিনুকের মুখে
বলেছিলো- ছুঁয়ে দ্যাখো চাতক, কত সুখ লুকিয়ে
রেখেছি আমার এই হিয়ার মাঝে.........
বহুদিন পর দেখা হয়ে গেলো আজ, তার সাথে
শরৎতের শাড়ির ভাঁজে রেশমী চুড়ির উল্লাসে।
খোঁপার বেলীফুল কারুকার্য চিবুক ছোঁয়া ঘামের গন্ধ
মনে পড়ে গেলো সেই অতীত রাতের কথা
যাকে ছুঁয়ে বলেছিলাম চাঁদকে ডেকে
জোছনা চাইনা রুবি আজ চাই শুধু তোমাকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন