সোমবার, ২২ আগস্ট, ২০১৬

আকাশের সর্বোচ্চ সীমায়
মেঘ, বৃষ্টি, রোদ্দুর
আর প্রত্যয়ী শূন্যতার মত
জেগে আছে অবকাশটুকু...
আদতে যেখানেই যাই
দিগন্ত ঘিরে থাকে আমায়
ঘিরে থাকে আকাশ সীমার
প্রসঙ্গাতীত সব প্রহরগুলো...
প্রহর স্রোতময় সব সময়-বিন্দুরা লিখছে
পদার্থের রূপান্তর গাঁথা
তোমার তরল প্রবাহ, ঢেউ,
নিদারুন অবকাশগাঁথা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন