বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

চললেন তিনি
মৃত্যুর ঠিক আগে উপোসির বিষপানের মত...
এ এক অন্ধকার সময়,
উজানে ভৈরবীর সুর,
কাঁপা কাঁপা হাতে ডায়েরির পাতায় লেখা,
আগ্নেয়াস্ত্রের কোন দোষ ছিল না,
একলা একটা ল্যাম্পপোস্টের মত দাঁড়িয়ে,
নির্জনে এক সারমেয় জল দিয়ে গেল
নিষ্প্রাণ সরণিতে, অপেক্ষায় সময় শুধু,
এরপর অন্ধকার, আরও আরও অন্ধকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন