শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

নেমে যাচ্ছে জল, ভীষণ অশ্রুপাত
শিস দে যে পাখি, উজানে আসুক গান
তীরন্দাজ, ভূলোক রক্তে ভেজা
থামো, মিথ্যে তোর বাজিমাত!
হয়ে গেছে প্রতুল বৃষ্টিপাত
হাসনেহেনা রজনীগন্ধ্যা গোলপের রঙ
নিশানা করলেই হলো!
চাই নিশ্চিন্ত রাত।
উঁচিয়ে ধরেছো তীর
অন্য পথে আকাশের নীল মেখে পাখিরা
গান রেখেছে জারি
কথা ছিলো না আহূতির।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন