বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

প্রসব যন্ত্রনার দোহাই দিয়ে,
আর কত খর্ব করবে?
নারী তোমার নারীত্বকে..
কাঠফাটা রোদ্দুরে ঘাম মেখে,
ছুটে বেড়ানো শহরের রাস্তায়..
একটা কোম্পানীর 'সিলেকশন'..
কঠিন চোখে চেয়ে থাকে বেকার মেয়েটা।।
দৃষ্টি অসহায়তার ধার ধারে না বলে,
অস্বীকার করবে তোমার নারীত্বের।।

বৃষ্টি রোদ মাথাই নিয়ে,
সেলসের মেয়েটা ফ্ল্যাটের দরজা কলিং বেল টেপে..
ফিনাইল সাবান রকমারী..
তিরষ্কারেও ম্লান হাসি মুখে,
নতুন কলিং বেলের খোঁজে..
তুমি ভাঙতে শেখোনি বলে কি..
অস্বীকার করবে,
তোমার নারীত্ব কে..
সীমানাতে যে যুবতী,
তন্দ্রাকে তুড়ি মেরে উড়িয়ে,
রক্ষা করে রাষ্ট্রের..
যুবতী,
তুমি নিঃস্বার্থ বলে,
অস্বীকার করবে?
তোমার নারীত্বের..
অসুস্থ মস্তিষ্ক যদি তোমায়,
বেআব্রু করতে চায়..
তুমিও তো একরোখা প্রতিবাদে,
আমার হাত ধরে রাখো কঠিন হাতে..
কয়েকটা ধর্ষকের উদাহরণে,
অস্বীকার করবে?
তোমার নারীত্বকে..
তুমি তো কখনো মাতা,কখোনো বন্ধু..
কখনো বোন ,কখনো প্রেমিকা, আগলে রাখো ভালোবাসায় পরম স্নেহে..
প্রসব যন্ত্রনার দোহাই দিয়ে,
আর কত খর্ব করবে তোমার নারীত্বকে??

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন