শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

অতীত স্মৃতিকে সাজিয়েছি শব্দহীন জোছনার মত।
শ্রাবনশেষে মেঠোপথে ছড়িয়েছি বৃষ্টির জল!
আমার উৎজ্জলিত চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে...
নিরাশার কালো ছায়া মিশে যায় দূরের আকাশে,
নব সভ্যতার আদলে ফোটে সহস্র বিপ্লবী মুখ!!
হৃদদেয়ালে অদ্ভুত শিলালিপির কারুকাজ
এ যেনো অন্যরকম সভ্যতার আবেদন!
বাস্তবতার রুঢ় সময় থমকে থাকে এখানে,
শতাব্দীর সব মানুষের আর্তনাথ চলে ভেতরে!
এরই মাঝে প্রবাহিত হয় অপূর্ব রক্তধারা।
শোকার্থ মানুষের আকুল নিবেদন বিরামহীন
কম্পনের ক্রন্দনে ঘুমন্ত জীবন জেগে ওঠে সহসা।
অস্পষ্ট জীবন দারুণ আবেগে ছুটতে থাকে,
কিছু মানুষ সমতার চেষ্টায় ক্লান্তিহীন।
প্রভাতের নদীর মত বয়ে যাওয়া অস্থির সময়,
নিযুত জানোয়ারের বিভৎস আর্তনাদ শুনবো বলে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন