শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

শ্রাবণের মেঘ উড়ে যায় অজানায়
নিঃসীম আঁধারে ডুবে চরাচর,
কষ্টগুলি জমা রাখি ছায়ার কাছে,
দ্বীপ নিভে যাওয়া রাতে।
দুঃখের পায়রারা ঝাঁকে ঝাঁকে
ঝাঁপ দেয় হৃদয়ের আকাশে,
বয়ে যায় বিরহী বাতাস প্রবল তান্ডবে।
নিষ্ঠুর বিষাদের কাঠ-ঠোকরা
খুবলে খায় মনের সব সঞ্চয়।
বুকের মধ্যে বৃষ্টি নামে
অন্ধকার স্তব্ধ রাত্রি জুড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন