বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

হঠাৎ বজ্রে থমকে গেলো
কোলাহল এই ধরা,
অলিগলি সবটা জুড়ে
অন্যরকম ক্ষরা।
যে আকাশে থাকতো ছুঁয়ে
অবাক চাঁদের হাসি,
চাঁদের বুকে লাগলো গ্রহণ
বাজলো দুঃখের বাঁশি।
দগ্ধ মনের উঠোন তবু
খোঁজে শীতল পরশ,
ব্যাপক বরর্ষা বাড়িয়ে দিলো
বিপুল সুখের হরষ!
হিজল গাছের ডালে বসে
ধরলো পাখি গান,
আউলা মনে যাচ্ছে খেলে
অপার সুখের বান।
মেঘ জমেছে আকাশ কোণে
বৃষ্টি এলো বলে,
গোধুলী লগ্ন হারিয়ে গেলো
কোন অজানায় চলে!
পথের ধারে ফুটে থাকা
কতো রঙিন ফুল,
দমকা বাতাস সঙ্গে নিয়ে
ফেললো নদীর কূল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন