শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

আমি ই খুঁজে নেব তোমাকে, হে শান্তি
তুমি খুজবেনা আমাকে জানি
সুখের আগুন জ্বালিয়ে
কষ্টের গায়ে আগুন ধরিয়ে ভস্ম করে দেব
সুখ পাখি দাঁড়িয়ে দেখবে তামাশা
দৃষ্টির সীমা থেকে অনেক দূরে
ছুটে চলবো আগামীর আকাঙ্ক্ষায়
মধ্যরাতের আয়ত চোখের পাতা
আজকাল বিরহের জোছনায়
অতীতের ডায়রি খুলে দেখি
একটু একটু করে ক্ষত করতে শুরু করেছে
স্মৃতির গায়ে কামড় দিয়ে
টেনে হিঁচড়ে বের করে আনতে চাচ্ছে
মলিন মুখের আঙ্গিনাতে
অন্ধকার পাড়ি দিয়ে জেগে উঠি
তবুও খুঁজে ফিরি তোমায়, হে শান্তি....
তারপরেও অবিরাম ছুটে চলা শান্তির সন্ধানে
ছুটে চলেছি জীবন নামের ম্যারাথন দৌড়ে
প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে অনার্য মানুষ
অস্থির এই মন বড় অস্থির হয় বার বার
আজ ও আমি তোমাকে খুঁজে ফিরি
এ প্রান্ত থেকে ও প্রান্ত, হে শান্তি...............

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন