বুধবার, ১০ আগস্ট, ২০১৬

আবেগ (ইমোশন) জিনিসটা সত্যিকার অর্থেই আপেক্ষিক অর্থাৎ এর স্থায়ীত্ব ব্যক্তিভেদে বিভিন্ন রকম হয়ে থাকে… যে ব্যক্তি তার আবেগ (ইমোশন) কে যত বেশি নিয়ন্ত্রণ করতে পারে, সে ততটাই দু:খ কম পাবে তার ব্যক্তিগত অথবা সাংসারিক জীবনে… তাই বলে কি ইমোশন থাকতে হবে না??? অবশ্যই থাকতে হবে, আমরা বাঙ্গালী জাতি, আমাদের ইমোশন অনেক বেশী… আমাদেরকে সবাই ইমোশনাল জাতি বলে আখ্যায়িত করে… ভালোবাসা, এই শব্দের মানে অনেক রকম.. বিভিন্ন ধরনের ভালোবাসায় আবদ্ধ থাকি আমরা আমাদের এই ছোট্ট জীবনে… তবে ভালোবাসা বললেই আমরা বুঝি, একটা ছেলের সাথে একটা মেয়ের পারস্পরিক ব্যাপার স্যাপার.. ভালোবাসা মিছে আশা, বোকারা বলে প্রেম… আমার মনেও ভালোবাসার এই সূর্যটা উঁকি দেয় সর্বদা.. কিন্তু এই সূর্য তার ত্যাজদ্বীপ্ত আলোয় আমাকে আলোকিত করতে পারেনা, কারন আমার আকাশে মেঘের ঘনঘটা অনেক বেশী.. এই মেঘ কেটেও সূর্য উঁকি দেয় মাঝে মাঝে, যা ক্ষণস্থায়ী তার অস্তিত্ব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন