শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

ঝুলে থাকার অর্থ এই নয়
সব সত্যি বিক্রি হয়ে যাবে।
নীরব হয়েছো ভেবে
কিছু কথা রেখেছি অক্ষত
শরৎ মাস এসে গেলে পর
সব ফুল তোমাকে দেব রজনীগন্ধা করে
ঝুলে থাকা ভালো, থাকলে সংযত।

মুখোমুখি সত্য ঝুলিয়ে রেখো
দেখবে নদী হয়ে যাবে একদিন।
ঝুলে থাকা মানে ভেসে থাকা নয়
সমান্তরাল, সমর্পণও নয় কিছু
মনের ভিতর স্হির থেকে থেকে
গেছে ভুলে আগেকার রূপ
চোখের ভাষায় সে ছায়া উন্মুখ
কথারা গাঢ় হলে পর
ইজেলে রোদ এসে পড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন