বুধবার, ১০ আগস্ট, ২০১৬

সমুদ্র আর আকাশ মিশে গেলে কী হয় !
অবিশ্রান্ত পথ চলায় সকল মৌনতা ভেঙে তোলপাড় ।
বত্রিশ বছরের লাশ কাটা ঘরে
যে প্রেম ঘুমিয়েছিলো যেন জেগে উঠলো আবার।
অনেকটা রাতের পরে পাহাড় কেটে কেটে ,
পাহাড়ের পরে নদী নদীর পরে সাগর ,
জীবন বয়ে নেওয়ার নূতন গান ।
খুঁজে পেয়েছিলো যেন দিশা হারানো নাবিক তার !
আজ আমার সাগর শুকিয়ে খরা ।
খরায় ভেসে আসে পচা লাশের গন্ধ ।
বাতাসে জীবনের বিষাদ ।
স্বপ্ন ভেঙে গেলে ঝলসানো চোখ,
সেই বত্রিশ বছরের লাশ কাটা ঘর,
ঘরের চাল ঢেকে পড়ে শকুনের ডানায়
সেদিন আমি সমুদ্রের গান শুনেছিলাম ।
সেই আমার প্রথম সমুদ্রের গান শোনা ।
মেঘরাশি ভেদ করে আকাশ যেন
নীচু হয়ে গিয়েছিলো সমুদ্রের বুকে ,
গা ভেসেছিলো তোমার ঢেউয়ে ,
বলেছিলে জীবনের আস্বাদ আকাশের নীল তারায় ,
ঝড় এসেছিলো , এসেছিলো তুফান সামাল সামাল।
জেনেছিলো পৃথিবীর মানুষ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন