শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

জেনেটিক রিফর্মেশন চলছে প্রজন্মে প্রজন্মে
হিংসায় উন্মত্ত মানব
আজ বুঝি বন্যদের চেয়েও বেশি হিংস্র,বর্বর!
প্রজনন চলছে তিরিক্কি বেগে এগিয়ে
বনের পশুরাও পড়ে গেছে পিছিয়ে,
জঙ্গলে আজ বৃক্ষ দুর্লভ
বদলে কংক্রিটের জঙ্গল করেছে অধিগ্রহন
তাতে বাস করে বাঘের চেয়েও হিংস্র প্রাণী!
বাতাসে সভ্যতার বিষ,
আকাশে অসহায়তার বাদল—
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ছে
নানা অসুখের রক্ত চক্ষুর শাসন!
যারা শুধু অপর প্রজাতিই হত্যা করে ক্ষান্ত নয়,
তাদের দেখলে আজ আমার ভীষণ ভয় হয়,
ভয় হয়,ভয় হয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন