রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

দেওয়ালের পাথরেরা জানে কত তৃষ্ণা ছুঁয়ে গেছে কাল
সাধের শরীর হয়েছে বনস্পতি
একথা বিজাতীয় নয় উড়লে পালক
জানি জানি বলবে পরিণতি।
এই ফুল রাখলাম জোনাককথা ও সঙ্গমে
আর কত জ্যোৎস্না হলে ভাঙবে অভিমানে
জাপটে ধরেছি বলে ফিরে পাচ্ছি প্রাণ
সুন্দর এ অদৃশ্য স্নানে !
যাবো বলেই একটু একটু করে ফিরে আসি
যাবো বলেই ভরসার বুকে রাখি মুখ
যত দেনা হয়েছে দু’চোখে
সব সোনা করে দিও সুখ।
কৃষ্ণচূড়া জরুরি নয় আজ
সুরের উঠোন এখন উল্টোপথে
তীব্র হয়েছো ভীষণ
তুমি কি ছুটছো রথে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন