বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

আমি ফের পাড়ি জমাই
ফেলে আসা স্মৃতির কোলাহলে।
আকাশের মাতাল মেঘগুলো বিজলী দিয়ে যায়,
আমার স্বপ্নে মায়াবী শিহরণ,
স্বপ্নকামী মনে সঙ্গী আমার স্বপ্ন বাসরে।
আমার স্বপ্ন ভঙ্গ হয়।
দুঃস্বপ্নের ঘুন পোকাগুলো ক্রমাগত ডেকে যায়,
নিয়তি আবারও উপহাস করে
খিল খিলিয়ে হেসে উঠে।

ভীষন কষ্টে আছে আজ কষ্টরা,
সুখের অনুভুতিগুলো একা হয়ে নিশ্চুপে কেঁদেছে।
আমার চোখে জল দেখে,
অস্থির হয়েছিল শরতের গোধুলী লগন।
মনে নেই,
সেই শেষ কবে দেখা হয়েছিলো?
এক শরতের সন্ধ্যায়।
ছায়াকে সঙ্গী করে,
রাতের উল্কা,
একাকী ছুটে চলে।
যেখানে শুধু আঁধার আর আঁধার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন