বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

হৃদয়ের রক্তক্ষরনে বেদনার জলচ্ছাস,
দ্বিপ্রহরের রাত্রি খুজেঁ পূর্ণিমার চাঁদ,
অন্ধকার রাত্রি হাত বাড়িয়ে রয়,
বিচুর্ণ বৈভব নৈঃশব্দিক দূরত্ব পাড়ি দেয়
কেউ একজন হাতরিয়ে পূর্ণিমা খুঁজে
তোমার হৃদ গলির আনাছে কানাছে,
এখন ও জোৎস্নায় খুঁজে তোমার স্নিগ্ধতা
যে তোমার ভালবাসায় চির অন্ধ।
অন্তহীন নীল সমুদ্রের নীচে চিরন্তন
নিঃস্তবতায় ঘুমিয়ে আছে প্রবাল।
কতইবা পথ পাড়ি দিলাম,
চারদিকে শুধু অনাদ জল, নীল আর নীল।
ইচ্ছা করে মনের গভীরে যতটুকু যেতে চেয়েছি,
তারচেয়েও বেশী গ্রাস করেছি।
বিস্ময়ের দ্রাঘিমা রেখা কখনো...
ভালোবাসার অক্ষ রেখায় মিল হয়না।
চোখের পাপড়িগুলো ক্লান্ত হয়ে
আমার ভাষা মেনে নেয়।
কথায় কথায় নেমে আসে রাত।
পথ হারিয়ে দিগন্তে ফেরি করি প্রভাতের কিছু রং
অন্তহীন নীল দরিয়ার ডেউয়ের ভাঁজে ভাঁজে
খুঁজে বেড়াই তোমার শরীরের রসায়ন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন