সোমবার, ২২ আগস্ট, ২০১৬

প্লাটফর্ম আজ যেন চিরকালীন সেই ফেরিঘাট
হাত পা ছড়িয়ে বসে আছি।
ফেরারী সন্ধ্যে
নামতে নামতে হারিয়েছে সাঁঝবাতি
গিরগিটি এক তারা নিয়মে নাম বদলায়
সকাল - সন্ধ্যায় নিয়মিত
শুধু সেই ডাউন ট্রেন এলোনা ফিরে
জানলায় নিয়ে তোমার উদাস চাউনি।

কৃষ্ণচূড়া ধুলোয় ঢেকে, রঙ হারিয়েছে
রোদ্দুর পোড়া ছাই , মেঘের হাতে হাত রেখে,
রাতের দরজায় কড়া নেড়ে যায় অবিরত ।
ডাউন ট্রেনের দরজায় তুমি নেই
হা পিত্যেশ মাখা গোধূলি, হলুদ ঘাসে এলিয়ে,
ডাউন ট্রেন কত এলো, তুমি ফিরলে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন