বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

আসবে ?
একা সময় এলিয়ে দিতে পথের ধারে ?
কুড়িয়ে পাওয়া ধুলো আর আমার ভাবনারা
ছিলে কাটা বাসনের মত ছিটকে দেবে পৃথিবী,
আমাকে বুকে নিয়ে এক আড়ষ্ট সুখে
চোখ বুজোবে তুমিও... আমি দেখব,
আমি দেখব কী এক অসীম সুখ খেলা করে যাবে
তোমার বোজানো চোখের পাতায়।
নিমগ্ন ভাসানো সুখে তোমাকে আলিঙ্গন
সে সময়ে, যখন অবশ হয়ে আছো আমার ইশারায়।

কল্পিত চিত্রে তখন বাসন্তী রঙ,
আমি দেখেছি তুলির টানে মুরলী বিভঙ্গ
অযথাই মন্ত্রপাঠ... এসো আজ এক মরন-সুখ
ভাসাক তোমাকে স্বপ্ন সাগরে... আমার মতন।
এ এক জান্তব ইচ্ছে... তোমার বুকে
মাথা নুইয়ে শাসন করবে কলাবৃন্ত,
কেবল এক ঝলমলে সন্দেহ
জড়িয়ে দেবে আমার বুকে।
নিঃশব্দ সিঞ্চন এখন তোমার ইশারায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন