রবিবার, ২৮ আগস্ট, ২০১৬

ভেসে ভেসে ঢেকে দিক আশ্চর্য বালিকার কথা
বলিনি মেঘের আড়ালে চুরি হোক ময়ূর পালক
খেয়ালে রাখা অমৃত সংহিতা ;
আঁকড়ে ধরে উড়ে যাচ্ছো ঝড়! অনেক বছর
কিছুটা দুপুর তুলে রেখে ফেরাতে চেয়েছো বারবার
খরচ যেটুকু হয়েছে সুখ লিখেছি অসুখ, তারপর?
শব্দহীন মধ্যাহ্নে মাছরাঙা জলতলে নিজেকে দেখে
তিরতির কেঁপে ওঠে জল, কোথায় অতল কে জানে
এই পৃথিবীর ঘরদোর!
রেখেছি বেঁধে গুল্মলতায় মাপিনি অযূত বহর !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন