শুক্রবার, ১৯ আগস্ট, ২০১৬

দৃষ্টি ভরা শ্রাবণ বুকে
লাগেনা আর ভালো.
উথাল-পাথাল মন নদীতে
হঠাৎ চাঁদের আলো।
শ্রাবণ চোখে জেগে থাকে
সেই প্রেমিকের ক্ষণ.
বৃষ্টি ভেজা সবুজ ঘাসে
উদাস অবুঝ মন।
মনের সাথে একলা হৃদয়
পথই তার সেরা,
স্বপ্নবোনা নীলাভ চোখে
অবাক রাতে ফেরা।
মেঘে ঢাকা রাতের আকাশ
জোৎস্নার আলো কই!
মন ছোটে আঁধার পথে
অন্ধকার যেনো সই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন