শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

মন বাদ দিয়ে শরীর হয়না
ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে, সে বাঁচা যন্ত্রণা
মাঝে মাঝে ঘুম ভেঙ্গে যখন তোকে দেখি
ভালোবাসা জানান দেয় আমায় বন্যা বিধস্থ দু-আঁখি
আমার শোবার ঘরে হাজার জোনাকির আলো
মায়াবী বিচরণ সবকিছু করে দেয় এলোমেলো
কতটা ভালবাসলে মানুষ সুখী হয়
স্বপ্ন্বের মধ্যে এসে বলে যাস আমায়
তুই আমায় ভালোবাসিস সে আমার অহঙ্কার
তুই ওষ্ঠ রাখিস ওষ্ঠে সে আমার অলঙ্কার
লক্ষ কোটি রোমকূপ কেঁপে উঠে তোর ছোঁয়ায়
কেন্দ্রবিন্দুতে বান ডাকে অসময়
ভালবাসলে মন নিঃস্ব হবেই
মন নগ্ন হলে পরিপূর্ণতা পাবেই
তোর চোখে দেখেছিলাম নগ্নটা
সে আমার অন্তরের গহন গভীর নীরবতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন