বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

আমি অমরত্বকে চাই
আর তাই চাই তোমাকে, প্রতি ক্ষনে
আদরে আদরে সোহাগী হাসিতে
মহাকব্যিক অন্ধকারে, ম্রিয়মান আলোয়
হাসিমাখা দুষ্টুমিতে।
শুধু তোমার জন্য
অমরত্বকে তাচ্ছিল্য করতে চাইনা
আমি আজীবন চেটেপুটে খাবো
জীবনের প্রতিটি আনাচ কানাচ।
শেষপাতে কিছু উচ্ছিষ্ট রেখে যাবো
আগামী জন্মের তরে
ফুরিয়ে না ফুরানোর ইচ্ছেটা, বাঁচিয়ে রেখে যাবো
ধরা নাই বা দিল, তেমন কোনো শব্দ
তেমন কোনো চিরকালীন প্রত্যয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন