সোমবার, ২২ আগস্ট, ২০১৬

ঠোট দুটো কি বলে?
কামনায় শয্যা খুঁজে।
ভাষাহীন চোখ বুঝে,
দুটো হৃদয় যায় টলে।
সারারাতের রচনায় বাসরের পান্ডুলিপি.
আনন্দ ভালবাসায় ক্ষত বিক্ষত কুপি।
দূরত্বের ব্যবধানে জাগে শুন্য অনুচর.
তীব্র অন্ধকারে তাঁর আলোর অবসর।
প্রশস্ত বুকে শূণ্যতার দীর্ঘ উপখ্যান,
অপরূপ নিঃস্তবতায় পায় ভালোবাসার প্রান।
চিরকুমারী রাতের এইটুকু কি সান্তনা?
দূরত্ব কি বুঝে?
না ছোঁয়ার যন্ত্রনা?
সারারাত জিইয়ে রাখা বাসরের চাপে.
তৃষ্ণায় দুজনের দুটো ঠোট কাঁপে।
সারারাত পার করি জোনাকি তুলে.
অপলক চোখ গুলোর ক্লান্তি ভুলে।
তন্ন তন্ন করে খুঁজে ভালোবাসা সুদীর্ঘ রাত.
আমি তাঁর হাতে রেখে ছিলাম আমার ‍এই হাত।
ভাষাহীন ব্যাকরন খুঁজে এক জোড়া চোখ,
তাঁর দিকে তাকিয়ে ছিলাম অপলক।
সে নির্বাক,....আমি অবাক,..........
সূর্যোদয়ের সাথে জোৎস্নার অভিমান,
ঠাণ্ডা আগুনে হবে আজ দুজনের স্নান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন