বুধবার, ১০ আগস্ট, ২০১৬

রঙ বদলাতেই থাকে সময়ের সাথে সাথে
হৃদয়ের গভীরে থেকে যায় কিছু স্মৃতি
কিছু ভাগ করে নেওয়া যায়
আর কিছু বেদনার স্তুপ হয়ে
পড়ে থাকে মনের গভীর অরন্যে
খুঁচিয়ে মারে সময়ে অসময়ের বিভাজনে
ছায়ার মতো একাকীত্বের সঙ্গী হয়ে থাকে
হটাৎ না চাওয়া বৃষ্টির মতো!
না বলা সেই কথা গুলো বলার জন্য
আজও খুঁজে ফিরি তোমাকে !

ইচ্ছে করে ফেলে আসা শৈশবের মত হতে
কিন্তু চাবিটা যে সময়ের স্রোতে হারিয়ে গেছে!
আমার একলা আকাশ ভাবনার জগতে
জোসনা হয়ে শুধু তুমিই-
শুধু তোমার জন্য ইছে করে একলা থাকতে
সব যেন তোমার জন্য!
শ্রবনের কালো মেঘে গোটা শহরটা ডুবে গেছে
অন্ধকারটা এই গ্রাস করলো বলে-
দুটো শালিক তখনও ব্যাস্ত প্রেমে
সমাজের কোন বাধাঁ ওদের আলাদা করতে পারেনি
ওদের সহজ সরল ইতিহাস-
হয়তো কেউ কোনোদিন ভবিষ্যতেও পড়বে না
ওরা সময়ের সাথে থেকে যাবে চিরকাল অচেনাই!
ওরা সব দল বেঁধে যায় কত না আনন্দে
আমি একা বিরহের নিরালা ধারে
প্রতিদিন সুর্যটাকে ডুবে যেতে দেখি,
সেই পুরানো টেবিল ফুলদানী আজও পড়ে আছে
আর আছি আমি!
এত খুঁজি তোমাকে কই তুমি তো আসো না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন