শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

ধরো তেপান্তরের মাঠ, ধরো খলসেমারির বিল
দুপুর প্লাবনে ধানগাছ কথা, শন, নাটাগাছে ঝুলে থাকা রামায়ণ
এবং দুর্গা তুমি পুবালি বাতাস
অপু হয়ে আলপথ নিশানা নিরুদ্দেশে ছুঁয়ে যাচ্ছি বিশ্বাস
স্বপ্নময় একাকী বল্গাহীন হয়েছি দেখো কেমন বিলাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন