বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

এখন আমার একলা আকাশ তেমন করেই কাটে
এক পশলা বিষাদ নিয়ে হৃদয় কোনে জোটে।
অন্ধকারে খুঁজে বেড়াই শিউলি ফোটা ভোর,
বাস্তবতার বিবেক পাখি দুঃখগ্রাসী মোর!
মেঠোপথে ছুটে যেতাম রঙিন ঘুড়ির মায়ায়,
কাশফুলের বন পেরিয়ে নীল আকাশের ছায়ায়।
কবে কখন আষাঢ়-শ্রাবণ ঝরেছিলো চোখে,
কেমন করে ভুলে থাকি নির্জনতার শোকে!
স্মৃতির ফ্রেমে আটকে থাকা প্রথম শিউলি ভোর
শরত এসে মনের কোণে বাঁধলো বাহুডোর!
চোখ ফেরাতে ব্যর্থ আমি হারাই নীলের ভিড়ে
সাদা মেঘের চিত্রকলা থাকতো আমায় ঘিরে!
ঘাসের ডগায় শিশির বিন্দু আলতো নরম পায়ে
ছুঁয়ে যেতাম অপার সুখে আমার আপন গাঁয়ে!
একলা আকাশ সেজে আছে দারুণ নীলে ঠাসা
আবেগ ভরা কন্ঠে শুনি শিউলি ভালোবাসা...
'একটু পরই আসছি তেড়ে কাঁপিয়ে গোটা বিশ্ব,
তোকে ছাড়া আমার ভূবন এক্কেবাড়েই নিঃস্ব।'
নীল আকাশে ভাসছে দেখি সাদা মেঘের ভেলা,
কালো মেঘের পাহাড় বলে জমবে এবার খেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন