সোমবার, ৮ আগস্ট, ২০১৬

তুমি যখন নীল শাড়ীর আড়াল থেকে
শরীরের যৈাবনকে একটু একটু করে খুলছিলে,
অন্ধকার সরে গিয়ে অকস্মাৎ এক আলোকিত নক্ষত্র,
যেন ধুসর বিছানায় স্বর্ণালী বাগান,
তুমি হাত রেখেছিলে আমার উৎক্ষিপ্ত বাহুতে
আমি ঠোট জড়ালাম তোমার উদ্বেলিত পল্লবে,
ঠিক তখনই ডোরা-কাটা বিড়ালটা
মুখ বাড়িয়েছিল পর্দার ফাক গলে।

জোস্নার মৃদু আলোতে ও আমাদের ভেবেছিল
ইলিশ বোয়ালের এটো-কাঁটা।
পৃথিবীর নর-নারীরা যখন স্নানে নামে কামনার জলে
তখন ইলিশ বোয়ালের চেয়ে আরো কত নীলাভ উজ্জ্বল
দীর্ঘশ্বাস চেপে বিড়ালটা ফিরে চলে গেলো
এটো-কাঁটার খোঁজে অন্য কোথাও ।
তোমার কামাক্ত চোখ ছিল তার একমাত্র সাক্ষী
হৃদরক্তের সঙ্গে জড়িয়ে আছে আমাদের সেই স্মৃতি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন